Civil Engineering Interview Questions

Civil Engineering Interview Questions


Civil Engineering Interview Questions




Civil Engineering Interview Questions



কংক্রিট যথেষ্ট কি সহ্য করতে পারে?

উত্তরঃ ক) চাপ পীড়ন

A.S.T.M type-3 কত দিনে কংক্রিট শক্তি অর্জন করতে সক্ষম?

উত্তরঃ খ) ৭ দিন।

কংক্রিটের মোট আয়তনের প্রায় কত ভাগ এগ্রিগেট থাকে।

উত্তরঃ ৭৫%

আর সি. সি কাজে সর্বোচ্চ কত মিমি আকারের এগ্রিগেট ব্যবহার করা হয়।

উত্তরঃ 25 মিমি

যে সব এগ্রিগেট ৪.৭৫ মিমি চালুনি দিয়ে অতিক্রম করতে সক্ষম তা কোন ধরনের এগ্রিগেট?

উত্তরঃ সরু দানা

ঠান্ডা অবস্থায় সিমেন্টের বিক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য সিমেন্টের ওজনের কত% ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহৃত হয়।

উত্তরঃ খ) ১.৫%

গোলাকার এগ্রিগেটের মধ্যে কত % ভয়েড থাকে?

উত্তরঃ খ) ৩৫%



আর সি সি কাজে এগ্রিগেটের সর্বোচ্চ আকার কত?

উত্তরঃ 20 মিমি হতে 25 মিমি

সাধারনত পোর্টল্যান্ড সিমেন্ট ৭ দিনে কত kg/cm2 শক্তি অর্জন করতে সক্ষম হবে।


উত্তরঃ খ( 25 kg/cm2

ঢিলা অবস্থায় সিমেন্টের ঘনত্ব কত?


উত্তরঃ ক) কম

প্রতি ঘনমিটার সিমেন্টের ওজন কত?


উত্তরঃ 1440 কেজি

M 20 কংক্রিট মিশ্রনের অনুপাত কত?


উত্তরঃ ক) ১:১.৫:৩

মিশ্রনের উচ্চতা ৩ সেমি কমে গেলে তাকে কি বলা হয়?


উত্তরঃ মিশ্রনের নতি 3 সেমি

ভাইব্রেটেড কংক্রিটের অনুমোদিত নতির মান কত?


উত্তরঃ ক) 12 mm হতে 25 মিমি

সমান কত স্তর দ্বারা কংক্রিট পূণ্য করা হয়।


উত্তরঃ ৪ স্তর

১৬ মিমি ব্যাসের সিলিন্ডার কে কত সেমি রড দ্বারা গাদানো হয়।


উত্তরঃ 60 সেমি

ক্রশিং স্ট্রেনথ ২৮ দিনে কত kg/cm2 এর কম হওয়া উচিত নয়?


উত্তরঃ.খ) 175.8 kg/cm2



বিশেষ ধরনের কংক্রিট কত প্রকার?


উত্তরঃ ৫ প্রকার

ফেরো সিমেন্ট কংক্রিটের পুরুত্ব কত হয়ে থাকে?


উত্তরঃ ক) ১ থেকে ৪ সেমি

কংক্রিট স্থাপনের সময় তাপমাত্রা কমপক্ষে কত হওয়া উচিত?


উত্তরঃ 4.5%

১00 তাপমাত্রায় কিউরিং করলে ২৮ দিনে কংক্রিটের শক্তি সর্বোচ্চ শক্তির শতকরা কত % পাওয়া যায়?


উত্তরঃ ক) ৩০ ০c

চুন মসলা দ্বারা প্রতিদিন কত মিটারের বেশি কাজ করা উচিত নয়।


উত্তরঃ 1 মি

স্যান্ড পাইলের গর্তের ব্যাস কত হয়ে থাকে?


উত্তরঃ খ) ২০-৪০ সেমি।

স্যান্ড পাইল কোথায় স্থাপন করা হয়।


উত্তরঃ কলামের নিচে।

নির্মান সামগ্রী অনুযায়ী পাইল কত প্রকার?


উত্তরঃ ২



এফ পি এস পদ্ধতিতে ইটের আকার কত?


উত্তরঃ 9.5*4.5*2.3/4

ইটের গাথুনির জোড়ের পুরুত্ত কোন অবস্থাতে কত মিমি এর বেশি হবে না?


উত্তরঃ খ) ১৩ মিমি

ভিত্তির ঢালাই এর উপর কমপক্ষে কত সেমি গভীর করে মসলা বিছিয়ে দিতে হবে?


উত্তরঃ খ) ১.৫ সেমি।

হেডারের মাপ (প্রচলিত ইটে) কত মিমি হবে?


উত্তরঃ 127*76 মিমি

সিলেট বালির এফ এম কত?


উত্তরঃ 2.6

কাঠামোর স্ফোটক সৃষ্টির জন্য দায়ী


উত্তরঃ ক) লবণ

কোন ধরনের এগ্রিগেট উচ্চ শক্তি প্রদান করে?


উত্তর: খ) কোনাকৃতি

সাধারনত ইমারত নির্মানে মাটি পরীক্ষা করতে ব্যবহৃত হয়?


উত্তরঃ ক) অ্যগার বোরিং

কোন ক্ষেত্রে যুক্ত ফুটিং ব্যবহার করা হয়?


উত্তরঃ ফুটিং ওভার ল্যাপ করলে।

ভরাট মাটির ক্ষেত্রে উপযোগী


উত্তরঃ কফার ড্যাম

গাথুনিকে খাড়া লেভেলে যাচাই করার জন্য ব্যবহার হয়


উত্তরঃ খ) প্লাম্ব বব

সিঁড়িতে রাইজারের মাপ কত


উত্তরঃ খ) ১২-১৯ সেমি।

সিঁড়িতে প্রতিটি ধাপের সামনে যে অংশটুকু বাড়তি থাকে


উত্তরঃ নোজিং

কক্ষের গোপনীয়তা রক্ষার জন্য আলো বাতাস নিয়ন্ত্রন করা কোনটি দিয়ে?


উত্তর: খ) লুভার্ড ডোর

কংক্রিটের তাপমাত্রা কত এর বেশি হলে উহার শক্তি কমে যায়?


উত্তরঃ 100০বা 38০

নিরক্ষরেখার কেন্দ্র হতে উত্তরে বা দক্ষিনে কোন স্থানের কৌনিক দুরত্বকে কী বলে?


উত্তরঃ ক) অক্ষাংশ খ

L M T এর পূর্ণরুপ কী


উত্তরঃ Local mean time

বৃত্তাকার বাঁক কত প্রকার


উত্তরঃ খ) ৩

দুর্বল ফোকাসিং জনিত ত্রুটি কোনটিতে থাকে


উত্তরঃ প্যারালাক্স

সড়ক পথের ক্ষেত্রে কেন্দ্রাতিগ অনুপাতের সর্বোচ্চ মান কত?


উত্তরঃ খ) ১/৪

এলাকার মানচিত্র অংকন কোন জরিপের উদ্দেশ্য?


উত্তরঃ ত্রিভূজায়ন

রেল সড়কের প্রথম উৎপত্তি হয় কোথায়?


উত্তরঃ ইংল্যান্ড

প্রথম বাস্পীয় রেলের ইন্জিন আবিস্কৃত হয় কত সালে


উত্তরঃ খ) ১৭৬৯

প্রথম রেলপথ কত সালে আবিস্কৃত হয়


উত্তরঃ ক) 1825

বিশ্বের সর্বাধিক ব্যবহৃত রেল কোনটি


উত্তরঃ খ) চেপ্টাতলা

কোনটির কারনে গাড়ী লাইনচ্যুত হয়


উত্তরঃ বাকলিং

বাংলাদেশের রেলওয়েতে কত প্রকার গেজ চালু আছে-


উত্তরঃ খ) ৩ প্রকার

বাংলাদেশে কোন রেলগেজের ব্যবহার নেই


উত্তরঃ খ) স্টান্ডার্ড গেজ

কাঠের স্লিপারের আয়ু কাল কত


উত্তরঃ খ) ১০-১২ বছর

ব্যালাস্টের গভীরতা নির্ণয়ের সুত্র?


উত্তরঃ ক) D=S-B/2

বাঁকের ব্যাসার্ধ নির্নযের সূত্র কোনটি?


উত্তরঃ ক) খ) R=1719/D

রেলওয়েতে শিফটের পরিমাণ নির্নয়ের সূত্র কোনটি?


উত্তরঃ খ) S= L2/24R

বাংলাদেশে নিয়ন্ত্রিত গতির জন্য ব্রডগেজের রেলপথে অনুমোদিত বাঁকের ডিগ্রি কত?


উত্তরঃ খ) ১০ ডিগ্রি

TNC এর পূর্ণ অর্থ কি


উত্তরঃ Theroetical Nose of Crossing

ANC এর র্পর্ণ অর্থ কি


উত্তরঃ  Actual Nose of Crossing





I hope you like this, so kindly comment below the post and do share your response. Thanks for reading :) ThugsofBD The Engineer Is The Platform To Share Engineering Formula, Engineering Question, Job Notice, Exam, Engineering Result.

civil engineering interview questions, civil engineering, civil engineering interview questions and answers, civil engineering interview, interview questions, civil engineering interview question, civil engineering jobs, civil engineering interview questions and answers in, civil engineering interview questions and answers in English, civil interview questions, civil engineer interview question
Newer Posts Older Posts

Related posts