Dhaka University of Engineering & Technology (DUET)
Dhaka University of Engineering & Technology (DUET)
Dhaka University of Engineering & Technology, Gazipur or DUET, Gazipur is a public university in Bangladesh which focuses on the study of engineering and architecture. It is one of the most popular engineering university in Bangladesh. Wikipedia- Address: Shimultoly Rd, Gazipur 1707
- Campus: Urban; 20.29 acres (8.21 ha) (Main campus)
- Founded: 1980
- Number of students: 3,000
- Undergraduate tuition and fees: 500 USD (2010), International tuition: 2,000 USD (2010)
স্বপ্নের ক্যাম্পাস DUET সম্পর্কে জেনে নিন!
প্রশ্ন:- DUET আসলে কি?
উত্তর:-বাংলাদেশের ৫ টি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মধ্যে DUET অন্যতম।DUET এর পূর্ণ অর্থ Dhaka University of Engineering and Technology.
প্রশ্ন:- DUET এ কখন পড়তে হয়?
উত্তর:- 4 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করার পর বিএসসি ইঞ্জিনিয়ারিং করার জন্য পড়তে হয়।প্রশ্ন:- DUET এ ভর্তি হতে কত পয়েন্ট থাকতে হয়?
উত্তর:- এসএসসিতে সর্বনিম্ন জিপিএ ৩:০০ এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ সর্বনিম্ন সিজিপিএ ৩:০০ থাকতে হবে।প্রশ্ন:- DUET থেকে বিএসসি করতে কত বছর সময় লাগে?
উত্তর:- DUET থেকে বিএসসি করত ৩.৫ বছর সময় লাগে।প্রশ্ন:- DUET পড়তে হলে কি প্রাইভেট বা সরকারি পলিটেকনিক বা টেকনিক্যাল কলেজ হিসেবে কোন সমস্যা হবে ?
উত্তর:- সমস্যা হবে না। সবাই ডুয়েটে ভর্তির যোগ্য।প্রশ্ন:- DUET কিভাবে ভর্তি হতে হবে?
উত্তর:- DUET এ ভর্তি পরীক্ষার মাধ্যমে চান্স পেতে হবে।প্রশ্ন:- DUET আমি কি চান্স পাব?
উত্তর:- হ্যা আপনি চান্স পেতে পারেন। তবে এটা নির্ভর করবে আপনি নিজেকে কিভাবে পড়াশুনার মাধ্যমে তৈরি করবেন।প্রশ্ন:- DUET এ কোন কোন ডিপার্টমেন্ট আছে?
উত্তর:- সিভিল-১২০ সিট, মেকানিক্যাল-১২০, ইইই-১২০, সিএসই -১২০, টেক্সটাইল-৬০, আর্টিকিটেকচার-৩০, কেমিক্যাল এন্ড ফুড ইঞ্জিনিয়ারিং-৩০, আইপিই-৩০,মেটেরিয়ালস এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং-৩০।প্রশ্ন:- DUET অন্যান্য ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা কি পড়তে পারবে না?
উত্তর:- পারবে। তবে তাকে ডিপার্টমেন্ট পরিবর্তন করতে হবে।প্রশ্ন:- DUET এ চান্স পেতে কখন থেকে প্রস্তুতি গ্রহণ করা উচিৎ?
উত্তর:- আপনি বর্তমানে যে সেমিস্টারে আছেন এই সেমিস্টার থেকে এখনই শুরু করুন।I hope you like this, so kindly comment below the post and do share your response. Thanks for reading :) ThugsofBD The Engineer Is The Platform To Share Engineering Formula, Engineering Question, Job Notice, Exam, Engineering Result.