![]() |
Backlinks: Your Free Backlink Checker Tool | How to Find Backlinks |
ব্যাকলিংক সম্পর্কে যদি কারো কোন ধারনা না থাকে তাহলে এই পোষ্টটি পড়ে আসেন
- Backlinks কি..?
- ব্যাকলিং কিভাবে কাজ করে..?
- গুগল র্যাংকিং এরক্ষেত্রে ব্যাকলিংক এর ভুমিকা কতটুকু
তো Backlinks সম্পর্কে ইনডিটেল জানার আগে আপনাকে বেশ কিছু জিনিস সম্পর্কে জানতে হবে। কারন আপনি যখন এই টুল গুলো ব্যবহার করবেন ব্যাকলিং এনালাইসিস করবেন তখন আপনার সামনে বেশ কিছু জিনিস চলে আসবে যে গুলো সম্পর্কে আপনার এটলিষ্ট ব্যসিক ধারনা থাকা দরকার এর মধ্যে রয়েছে। Top 32 High PR Blog Submission Sites (Article submission sites)
Dommain Authority (DA)
ডোমেইন অথরেটি হচ্ছে ঐ ডোমেইনটা কতটুকু পাওয়ারফুল। আর এই ডোমেইন অথরেটি ফেক্টরটা ডেভেলপার করেছে মজ আর এই ডোমেইন অথরেটির রেঞ্জ হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত।1 হচ্ছে ডোমেইন অথরেটি Low আর 100 হচ্ছে ডোমেইন অথরেটি High
যেমন ফেসবুক এর ডোমেইন অথরেটি 100 (High) এবং ইউটিউবেরও ডোমেইন অথরেটি 100 (High)
সেইম একি ভাবে আর একটি জিনিস রয়েছে সেটি হচ্ছে।
Page Authority:
পেইজ আথরেটি ও হচ্ছে ডেভেলপার বাই মজ এবং এটারও রেঞ্জ হচ্ছে 1 থেকে 100 এর মধ্যে। যেটা 1 হচ্ছে কম আর 100 হচ্ছে বেশি। অর্থাৎ আপনি যখন Backlinks ক্রিয়েট করবেন তখন যদি আপনি হ্যাই ডোমেইন অথরেটি থেকে পান অর্থাৎ 40/50/60 এই ধরনের ডোমেইন অথরেটি থেকে Backlinks ক্রিয়েট করলে আপনার সাইটটি অতি দ্রুত গুগলে র্যাংক করাতে পারবেন।Page Rank:
নর্মালি গুগল পেইজ র্যাংক ডিফাইন্ড করে থাকে।পেইজ র্যাংক ডিফাইন করা হয় এক থেকে দশ পর্যন্ত যে সকল ওয়েবসাইটের পেইজ র্যাংক 10 সে গুলো খুব হাই পাওয়াফুল। আর আপনি যদি সেগুলো থেকে ব্যাকলিংক ক্রিয়েট করতে পারেন তাহলে আপনি খুব ইজিলি আপনার সাইট র্যাংক করাতে পারবেন ।Anchor Text:
Anchor Text হচ্ছে মুলত আপনি কোন টেক্স থেকে ব্যাকলিংক পেয়েছেন আপনার ওয়েবসাইটে সে জিনিসটা ।আর এটি যদি আপনার ব্রেন্ডেড কিওয়ার্ড হয় তাহলে সবচেয়ে বেশি ভালো হয়।Referring Domain:
রেফারিং ডোমেইন বলতে কত গুলো ডোমেইন থেকে আপনার ওয়েব সাইটের Backlinks রয়েছে সেই জিনিসটা।এরপর যে জিনিসটা রয়েছে সেটি হচ্ছে।
Number of Backlinks:
অর্থাৎ কত গুলো ব্যাকলিংক রয়েছে আপনার কম্পেটিটরের অথবা আপনি যে জিনিসটা চেক করতে চাচ্ছেন সে জিনিসটা বা সে ওয়েবসাইটে কত গুলো ব্যাকলিংক রয়েছে । Number of Backlinks এর মাধ্যমে সেটা জানতে পারবেন।ব্যাকলিংক এর ক্ষেত্রে আরো দুটি জিনিস রয়েছে একটি হলো Dofollow ব্যাকলিং আর একটি হলো Nofollow ব্যাকলিংক
Dofollow Backlinks :
Dofollow ব্যাকলিংক যদি আমরা ক্রিয়েট করতে পারি সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারন এটা এসইও ভালো, সবচেয়ে বেশি হ্যাই ।নর্মালি আমরা যে ব্যাকলিংক গুলো করি বা লিংক বিল্ডিং যে কেম্পেইন গুলো আমরা করে থাকি তা চেষ্টা করা হয় সব গুলো লিংক যেনো Dofollow হয়। Dofollow ব্যাকলিং সার্চইঞ্জিন কে সিগনাল প্রভাইট করে।Nofollow Backlinks :
Nofollow Backlinks এ এসিইও ভ্যালু খুবি কম ডিরেক্লি কোন ভেলু নেই। তবে ইনডিরেক্লি এসিইও ভেলু আছে যেমন Nofollow Backlinks আমরা জেনারেট করি ট্রাফিক জেনারেশন এর জন্য। বেশির ভাগ ব্লক থেকে আমরা যখন কমেন্ট করি তাহলে আমরা Nofollow Backlinks পাই বা ব্লক কমেন্ট এর মাধ্যমে ট্রাফিক জেনারেট করতে পারি। সরাসরি যদিও এসিইও ভেলু না থাকে আল্টিমেটলি নুফোলো ব্যাকলিংককেও এসিইও ভেলু রয়েছে কিন্ত সেটা ইনডিরেক্লি।তো চলেন আমরা আবার ফিরে আসি আমাদের মেইন টপিক এ
আপনাদের কাছে এবার বেশ কিছু Backlinks চেকার টুল নিয়ে আজ হাজির হয়েছি তো আমরা সে সকল ব্যকলিংক চেকার টুল গুলো দেখবো তার আগে আর একটি কথা বলে নেই।
আপনারা যখন ব্যাকলিংক এনালাইসিস করবেন তখন বড় ধরনের সাইট এর ব্যাকলিংক চেক করবেন।এবং আপনার সাইট রিলেটেড যে পপুলার সাইট রয়েছে সেই সাইট গুলো চেক করবেন। যেমন ধরুন আপনার সাইটি যদি ই-কমার্সের সাইট হয় তাহলে Amazon aliexpress অর্থাৎ আপনার সাইট কেটাগরী রিলেটেড যে কোন সাইট।
তো আপনাদেরকে প্রথমে যে ব্যাকলিংক চেকার টুলটার সাথে পরিচিতি করাবো সেটা আমার কাছে বেষ্ট। আমি এটা সবচেয়ে বেশি ইউজ করি. Fake National id Card Maker for Your Facebook Verification
Backlinks: Your Free Backlink Checker Tool - Neil Patel
- প্রথমে এই সাইটে যাওয়ার পর আপনাদের সামনে হোমপেইজটা দেখাবে
- তো এখানে আসার পর সার্চ বক্স এ আপনার কম্পেটিটর এর সাইট লিংক লিখবেন।যেমন আমার সাইট টি টেকনোলজি বিষয় সাইট।
- সার্চ বক্সে লিংকটি লিখে SEARCH অপশনে ক্লিক করেন। ক্লিক করার পর ক্যাপ্চা আসতে পারে ক্যাপ্চাটা পুরন করে নিবেন ।
Good Article Bro. keep it up 😊
ReplyDeleteThanks
Deletenice article about Dommain Authority (DA) have a job blog and i post you link in my blog post if you plz mail it thanks
ReplyDelete[email protected]
http://naukrigadget.blogspot.com/
Thanks For Comment
DeleteThis article really helped me, because I am new to the SEO section. is DA really helpful for our article to be on Google's first search??
ReplyDeletehttps://osg777online.com
Hello Sir, I have gained so much knowledge about backlinks. your blog is excellent .
ReplyDeleteif anyone interested to have songs lyrics then please visit my website;
https://www.lyricsshine.com.