![]() |
Some Fun Tips and Tricks From the Google Play Store |
ইন্ডি কর্নার
বড় কোম্পানি কিংবা টিম নয়, বরং ইন্ডি ডেভলপারদের তৈরি করা সেরা গেমসমূহকে প্লে স্টোরে আলাদা করে স্থান দেয়া হয়েছে। সবচেয়ে ইউনিক আইডিয়া আর গেমপ্লে সমৃদ্ধ এসব গেমসমূহকে নিয়ে তৈরী করা হয়েছে ইন্ডি কর্নার।ইন্ডি কর্নার ঘুরে আসুন
গেম ডাউনলোডের আগে ডেমো ট্রাই
প্লেস্টোরের কিছু কিছু গেম ডাউনলোডের আগে ডেমো মোড ট্রাই করার সুযোগ থাকছে। ফ্রি ফায়ার কিংবা ক্ল্যাশ রয়েল এর মত জনপ্রিয় গেমগুলোতেও দেখা মিলবে এই “ট্রাই নাও” নামে ফিচারটির।ডেভলপার দ্বারা এপ সার্চ
আপনি যদি কোনো নির্দিষ্ট ডেভলপারের তৈরী এপসমূহ খুজে থাকেন, তবে নিন্মোক্ত পদ্ধতিতে সার্চ করতে পারেন।pub:”ডেভলপার এর নাম ”
যেমন – pub:Google
প্যারেন্টাল কন্ট্রোলস
আজকালকার শিশু মাত্রই স্মার্টফোন আসক্ত। শিশুদের হাতে ফোন দেয়ার আগে আপনি চাইলেই প্যারেন্টাল কন্ট্রোলস ফিচারটি চালু করে প্লে স্টোরে শিশুর অভিজ্ঞতা নিরাপদ করতে পারেন।প্যারেন্টাল কন্ট্রোলস চালু করতে প্লে স্টোরের মেনু থেকে সেটিংস এ প্রবেশ করুন। এরপর প্যারেন্টাল কন্ট্রোলস অপশনে প্রবেশ করে পছন্দসই সেটিংস সেট করে প্যারেন্টাল কন্ট্রোলস ফিচারটি চালু করতে পারবেন।
উইশলিস্ট
ধরুন, প্লে স্টোরে আপনার কোনো একটি এপ বা গেম পছন্দ হয়েছে। কিন্তু ফোনে স্টোরেজ না থাকার কারণে সেটি এখন ডাউনলোড করতে পারছেন না কিংবা প্লে স্টোরে ব্যালেন্স না থাকায় সেটি কিনতে পারছেনা। সেক্ষেত্রে আপনি চাইলে এপটিকে উইশলিস্টে এড করতে পারেন। পরে আবার সময়মত উইশলিস্ট থেকে আপনি আপনার পছন্দের এপ বা গেমটি খুজে নিতে পারবেন।কোনো এপ বা গেম উইশলিস্টে এড করতে এপ বা গেম এর পাশে থাকা ত্রি-ডট মেনু থেকে “এড টু উইশলিস্ট” অপশনে চাপ দিলেই হবে। প্লে স্টোরের মেনু থেকেই যেকোনো সময় ইউশলিস্টে থাকা এপ বা গেমগুলো দেখা যাবে।
প্লে স্টোর আপডেট
গুগল সবসময় প্লে স্টোর আপডেট করতেই থাকে। তবে সবসময় স্বয়ংক্রিয়ভাবে আমরা আপডেট এর দেখা পাইনা। সেক্ষেত্রে আমরা চাইলে নিজেরাই প্লে স্টোর নিজেরাই আপডেট করে নিতে পারে।প্লে স্টোর আপডেট করতে মেনু থেক সেটিংস এ প্রবেশ করুন। এরপর প্লে স্টোর ভার্সন লেখাটিতে বেশ কয়েকবার চাপ দিলেই কিছু সময়ের মধ্যে প্লে স্টোর আপডেট হয়ে যাবে।